নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ভারতবর্ষের মধ্যে রেলের চাকা তৈরি হত একমাত্র বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়। সেই কারখানা আজ বন্ধ। রাষ্ট্রায়ত্ত বার্ন স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে রয়েছে অন্ধকার পোড়ো বাড়ির মত। এক সময় বিশ্বকর্মা পুজোয় কত ধুমধাম উৎসব হত। লাভজনক ছিল এই সংস্থা। কিন্তু কেন্দ্রের সদিচ্ছার অভাবে বন্ধই হয়ে যায় বার্ন স্ট্যান্ডার্ড।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই কারখানাকে রেল ও সেইলের সংযুক্তিতে নব প্রাণ দিয়েছিলেন। কিন্তু তিনি রেলমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পর ধুঁকতে শুরু করে কারখানা। এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আজ সেখানে শুধুই হতাশা ও অন্ধকার। 1918 চালু হয়েছে 2018 কারখানা বন্ধ হয়ে পড়ে