ভারতীয় গ্যাস্ট্রোএন্ট্রারোলজিতে নয়া তথ্য আবিষ্কার l

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৩০,আগস্ট ::  নিউর গ্যাস্ট্রো এন্টারোলজি অ্যান্ড মোটিলিটি অ্যাসোসিয়েশন (INMA) কর্তৃক আয়োজিত ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড মোটিলিটি অ্যাসোসিয়েশনের ৮ম বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউটাউন নভোটেলে।এর মূল প্রতিপাদ্য হলো জিআই মোটিলিটি: অনুশীলন, গবেষণা এবং মোটিলিটি অ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুই দিনের এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

পেটের রোগ এবং তাদের চিকিৎসায় নতুন উদ্ভাবন এবং তাদের সঠিক প্রয়োগের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। পেটের রোগ কি ভবিষ্যতের মহামারী? বেশিরভাগ রোগ কি গ্যাসের কারণে হয়? কোটি কোটি রোগীর দেশে, পেটের রোগে বিশেষজ্ঞ মাত্র ৩,৫০০ জন চিকিৎসক রয়েছেন।

রোগ নির্ণয়ের সরঞ্জাম আদিম। ফলস্বরূপ, ডাক্তাররা বিশ্বাস করেন যে আসল পেটের রোগ সনাক্ত করা যায় না। পেটের রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সারা বিশ্বের নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন।

আয়োজক সংস্থার সভাপতি অধ্যাপক ডঃ উদয় চন্দ্র ঘোষাল কলকাতাকে এই চিকিৎসা গবেষণা সচেতনতার কেন্দ্র করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

এর সাথে, ডাঃ ঘোষালের উদ্ভাবিত দুটি নতুন এআই ডিভাইস কর্মশালায় প্রদর্শিত হবে। চিকিৎসা পেশাদাররা বিশ্বাস করেন যে এই দুটি ডিভাইস পেটের রোগের চিকিৎসায় বিপ্লব ঘটাবে। পিজি এবং জি.কে. এইমসের মতো সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =