নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,নভেম্বর :: মালদার গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের হরিদাস গ্রামে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে SIR নিয়ে জনসাধারণের সহযোগিতায় কর্মসূচি করেন।
গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন হরিদাস গ্রামের ১৩৫ নং বুথে যে সকল SIR এ ফর্ম নিয়ে জনসাধারণ মানুষ সমস্যায় পড়েছে অনেকেই সেই ফর্ম পূরণ করতে পারছে না এছাড়াও বুঝে উঠতেও পারছেন না ।
তাই আমরা ভারতীয় জনতা পার্টির টিমের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে তাদের SIR এর ফর্ম পূরণের সহযোগিতা করাছি ।
এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার,গাজোল মন্ডল ১ এর সেক্রেটারি গৌতম মন্ডল ও টিটন সরকার,হরিদাস গ্রাম পঞ্চায়েত তনয় সরকার,শক্তি কেন্দ্র প্রমুখের দ্বীপ নারায়ণ পোদ্দার, হরেন পরামানিক সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

