ভারতীয় জলসীমানা লংঘন করে বাংলাদেশে প্রবেশ করায় বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ৩৪ জন মৎস্যজীবী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: মঙ্গলবার ১৫,জুলাই :: আন্তর্জাতিক জল সীমানা লংঘন করে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে ভারতীয় ৩৪ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশি নৌ বাহিনী।

রবিবার গভীর রাতে বাংলাদেশের মংলা বন্দরের কাছে ভারতীয় জলসীমানা লংঘন করে ভারতীয় দুটি ট্রলার বাংলাদেশে প্রবেশ করে। এরপর বাংলাদেশের নৌ বাহিনীর হাতে আটকায় ভারতীয় মৎস্যজীবীরা। দুটি ট্রলারের নাম এফবি ঝড় এবং এফবি মঙ্গল চন্ডী ৩৮ এগুলি কাকদ্বীপের ট্রলার বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে কাকদ্বীপ থেকে পাড়ি দিয়েছিল এই দুটি ট্রলার। বাংলাদেশী নৌ বাহিনী দুটি ট্রলারে থাকা মোট ৩৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করার পাশাপাশি ইলিশসহ প্রায় ১০০ টন সামুদ্রিক মাছ উদ্ধার করে ওই দুটি ট্রলার থেকে।

এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানা পড়েন চলছে আর তারই কারণে বাংলাদেশের নৌ বাহিনী অতি সক্রিয় ভূমিকা পালন করছে।

বাংলাদেশ এবং ভারতের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলের সীমানার কাছেই মাছ ধরে কিন্তু সম্প্রতিকালে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী অতি সক্রিয়তার কারণে এমনই ঘটনা ঘটছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি এর পাশাপাশি অতীতে যাতে ভারতীয় কোন মৎস্যজীবী আন্তর্জাতিক জল সীমানার কাছে মাছ না ধরে

আমরা মৎস্যজীবীদের কে সতর্ক করছি। অতীতেও দেখা গিয়েছে বাংলাদেশী বহু মৎস্যজীবী ট্রলার আন্তর্জাতিক জল সীমানা লংঘন করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিল। আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =