নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৯,আগস্ট :: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশী। নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ইমিগ্রেশন চেকিং এর সময় জানা যায় এই ব্যক্তির ভারতীয় পাসপোর্ট থাকলেও আগে তার বাংলাদেশী পাসপোর্ট ছিল।
দুই পাসপোর্টে আলাদা আলাদা নাম ব্যবহার। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে কোন সদুত্তর না দিতে পারায় তাকে আটক করে অভিবাসন দপ্তর। এরপরে তাকে এন এস সি বি আই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ভারতে বিভাস রায়ে নামে পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করছিল। অভিসাবন দপ্তরের পাসপোর্ট দেওয়ার সময় দেখা যায় ওই ব্যক্তি আরও একটি পাসপোর্ট রয়েছে বাংলাদেশে। সেখানে তার নাম সৌমিক বড়ুয়া। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।