নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: রবিবার ২৭,জুলাই :: নলহাটি সেনা জওয়ান ও বাংলাদেশি স্ত্রীকে ঘিরে জাল নথি বিতর্ক প্রশাসনিক তদন্তে উত্তাল কয়থা গ্রাম । বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত কয়থা গ্রামের এক সেনা কর্মী জিয়ারুল সেখ-এর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
অভিযোগ, তিনি তার বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুনের নামে জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড তৈরি করিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয়েছে রামপুরহাট মহকুমা প্রশাসন। নির্বাচন দফতরের পক্ষ থেকে সেনা জওয়ান-সহ মোট পাঁচজনকে তলব করা হয়।
শুক্রবার দুপুরে প্রায় পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন সেনা কর্মী জিয়ারুল সেখ ও তার আইনজীবী মাহাবুব আলম। তবে হাবিবা খাতুন ও তার বাবা শামসের শেখ—যার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ—তারা কেউই হাজির হননি।
সেনা কর্মীর পক্ষের দাবি, বিয়ের সময় স্ত্রী বাংলাদেশি তা জানা ছিল না। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কীভাবে এই জাল নথি বানানো হয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত—তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।