BREAKING NEWS :: ভারতীয় ছাত্রকে খুন করেছে রুশ সেনারা – দেখুন সঙ্গের ভিডিও

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: এই প্রথম ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু হল এই প্রথম এক ভারতীয় ছাত্রের। খারকিভে গোলাবর্ষণে মৃত্যু ঘটেছে এই ভারতীয় পড়ুয়ার। যে আদতে কর্ণাটকের বাসিন্দা বলে জানা যাচ্ছে সূত্র মারফত।নবীন শেষরাপ্পা কর্ণাটকের ডাক্তারি পড়ুয়া । খারকিভে গোলাবর্ষণে মৃত্যু ঘটেছে এই ভারতীয় পড়ুয়ার আদতে কর্ণাটকের হাভেরি জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

মৃত ছাত্রের নাম নবীন শেখরাপ্পা জ্ঞানগউধর। বয়স ২১। মেডিকেল কলেজের পড়ুয়া তিনি  জানা যাচ্ছে, খাবারের দোকানের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। ঘটনার কড়া নিন্দা জানাচ্ছে তারা।

কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার দুপুরে এই খবর জানান হয়েছে। ঘটনার কড়া নিন্দা জানাচ্ছে তারা। একইসঙ্গে নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র।

কিয়েভে এ মুহূর্তে আটকা রয়েছে হাজার হাজার ভারতীয়। তাদের যে কোনও মূল্যে আজকের মধ্যেই কিয়েভ ছাড়ার অ্যাডভাইসরি জারি করেছে ইউক্রেনে ভারতীয় দূতাবাস। অন্যদিকে ভারতের বিদেশ দপ্তর কর্ণাটকী ছাত্রের মৃত্যুর প্রসঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানা যাচ্ছে।এ প্রসঙ্গে রুশ ও ইউক্রেন দূতাবাসের বক্তব্য জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =