ভারতীয় পতাকা নিয়ে ইউক্রেন থেকে মালদহের কালিয়াচকে ফিরলো নুর হাসান।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদহ :: ভারতীয় পতাকা নিয়ে ইউক্রেন থেকে মালদার কালিয়াচকে ফিরলো নুর হাসান। যুদ্ধের সময় বাড়িতে ফেরার অভিঞ্জগতায় নুর হাসান জানান,সে ডাক্তারি পড়ার জন্য সেখানে গিয়ে ছিলেন।ভিনিতসিয়া ন্যাশানাল মেডিক্যালের তৃতীয়বর্ষর ছাত্র। সে জানায়,সে তিনদিন বাঙ্কারে ছিল। এরপর সেখান থেকে বাসে করে রোমানিয়া সীমান্তে আসে।সেখানেও প্রায় ১১কিলোমিটার পায়ে হেঠে রোমানিয়া সীমান্তে আসে। সেখানেও তাদের ১০-১২ঘন্টা অপেক্ষা করতে হয়। যদিও সেখানে ইউক্রেন পুলিশ তদের সঙ্গে বাজে ব্যবহার করে। এমনকি গুলি চালিয়ে ভয় দেখায়। তার দাবি যারা এখনো সেখানে না খেয়ে রয়েছে তাদের ফিরিয় দেওয়া হোক দেশে।

তার বাবা মহন্মদ হাসিদুর রহমান জানান,ছেলে কখন ফিরবে তার আতঙ্কে ছিলাম। ছেলে ফিরে এসেছে। খুশি হয়েছি। তবে আমার মত অনেকের ছেলে রয়েছে তারাও যাতে ফিরে আসে সেই আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =