নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কুলটি-১ নম্বর এরিয়া কমিটি তরফে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিশেষ তিনটি দাবিতে দেওয়া হল গণ ডেপুটেশন।
যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী ও বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ কুলটি-১ এরিয়া কমিটির সদস্যবৃন্দ।
যে তিনটি দাবি রয়েছে সেটি হলো ১) এলাকায় বিরানী ড্রাগস এবং মাদকদ্রব্যে রমরমা কারবার।
২) মিউনিসিপালিটি রোড থেকে যে রাস্তা সিতারামপুর স্টেশন রোডে কানেক্ট হচ্ছে, সেই রাস্তায় রাতের অন্ধকারে অথবা একদম ভোরের দিকে যাতায়াত করা মহিলাদের সাথে ইভটিজিং এবং শীলতা হানির মতো ঘটনা ঘটছে,
মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই রাস্তা দিয়ে ছাত্রী বা মহিলারা যারা যাতায়াত করেন তারা সন্ত্রস্ত রয়েছেন।৩) রেড লাইট এরিয়ার সাথে যুক্ত দালাল চক্রদের দাপাদাপি সিভিল এরিয়ায় চরম অস্বস্তিকর কর জায়গায় পৌঁছেছে
রাতের অন্ধকারে সীতারামপুর রেল স্টেশন থেকে শুরু করে নিয়ামতপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গোটা এলাকাটা অল লিখিতভাবে তাদের দখলে । সাধারণ যাত্রী ও বসবাসকারী লোকেদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।