নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শনিবার ২৩,আগস্ট :: ভারত মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় সূচনার পথে। ইসরো (ISRO) জানিয়েছে, আগামী দশকের মধ্যে দেশের নিজস্ব স্পেস স্টেশন কক্ষপথে স্থাপনের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ভারত হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা নিজেদের স্বাধীন স্পেস স্টেশন মহাকাশে পরিচালনা করবে।
ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হয়ে উঠেছে। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করা প্রথম দেশ এটি। অবতরণ স্থানটির নামকরণও করা হয়েছিল শিব শক্তি পয়েন্ট। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতেই ভারত সরকার ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে
ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ জানিয়েছেন, প্রথম ধাপে গগনযান মিশন সফলভাবে সম্পন্ন করা হবে। এই মিশনের মাধ্যমে ভারতীয় নভোচারীরা মহাকাশে গিয়ে সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। গগনযানের অভিজ্ঞতার ভিত্তিতেই আগামী প্রকল্পগুলো এগিয়ে নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন পুরোপুরি কার্যকর হবে। সেখানে মহাকাশচারীরা দীর্ঘ সময় ধরে অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা, জ্যোতির্বিদ্যা, মাইক্রোগ্রাভিটি-ভিত্তিক পরীক্ষা এবং মহাকাশ প্রযুক্তির উন্নয়নে কাজ করবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই উদ্যোগ দেশের মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন সহযোগিতার সুযোগ এনে দেবে।