নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১২,আগস্ট :: পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী (এখনকার পাকিস্তান পিপলের পার্টির চেয়ারম্যান) বিলাওয়াল ভুট্টো জারদারী ভারত সম্পর্কে একটি হুমকি দিয়েছেন—
বিশেষ করে যখন ভারত ১৯৬০ সালের ইন্দাস ওয়াটার ট্রিটি (Indus Waters Treaty) মুলতুবি করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, যদি উত্তর ভারতের সরবরাহকৃত জল “হামলার” মতো ব্যবহৃত হয়, পাকিস্তান “যুদ্ধ ছাড়া অন্য কোনো বিকল্প বেছে নিতে পারবে না” এবং সে ক্ষেত্রে “সব ছয়টি নদী ফেরত পাওয়ার জন্য প্রস্তুত” থাকবে—এই মন্তব্যে জোর দেন তিনি ।
ভারতের পক্ষ থেকে ২০২৫ সালের এপ্রিল মাসে পাহালগাম হামলার পর ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করা হয়, এবং এ ঘটনায় সম্পর্কিত উত্তেজনা তীব্র হয় । ভারতের এক পক্ষ থেকে ২০২৫ সালের এপ্রিল মাসে পাহালগাম হামলার পর ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করা হয়, এবং এ ঘটনায় সম্পর্কিত উত্তেজনা তীব্র হয় ।
এর একদিন পর, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির একটি পারমাণবিক হুমকিও দিয়েছিলেন – “যদি আমরা হারতে গিয়ে ভয় পাই, তবে ‘পৃথিবীর অর্ধেকটাকেও নিয়ে যাব’ ”– বলে ।
ভারত তা ‘পারমাণবিক স্যাবার-র্যাটলিং’ (nuclear sabre-rattling) বলে তীব্র নিন্দা করে এবং “পারমাণবিক হুমকির শিকার নয়” বলে মন্তব্য করে ।
সোমবার সিন্ধ সরকারের পর্যটন দপ্তরের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সিন্ধু জলচুক্তিতে পরিবর্তন আনেন, তাহলে সেটা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উপর আক্রমণ। সিন্ধুর উপর প্রকল্প নির্মাণ পাকিস্তানে জল সরবরাহ বন্ধের হুঁশিয়ারির সমান।’