ভারতের রেলের মধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন ই-নিলাম লিজিং চুক্তির মাধ্যমে রাজস্ব আদায়ের প্রথম স্থান অর্জন করেছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গপুর :: ভারতীয় রেলওয়ের মধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশন ভারতীয় রেলের উপর ই নিলাম লিজিং চুক্তিতে প্রথম স্থান অর্জন করেছে এবং যার মাধ্যমে তাদের রাজস্ব আয় করা হয়েছে ১৪৯ কোটি টাকা।

১০৬ কোটি টাকা রাজস্ব আদায়করে দ্বিতীয় স্থানে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেলওয়ে ডিভিশন পার্সেল লিভিং চুক্তির মাধ্যমে ১৩১.২৪ কোটি পার্কিং চুক্তি থেকে ৩.৪৫ কোটি বিজ্ঞাপন চুক্তি থেকে ২.৩২ কোটি এবং পে অ্যান্ড ইউজ চুক্তিতে ২ কোটি টাকা অর্জন করেছে খড়গপুর ডিভিশন বলে জানালেন খড়্গপুর ডিভিজনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রাজেশ কুমার।

তিনি খড়গপুর ডিভিশনের সর্বোচ্চ রাজস্ব আদায়ের জন্য বাণিজ্যিক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি পুরো দলকে আগামীদিনেও উচ্চতর লক্ষ্য অর্জন এবং ভালো পারফরমেন্সের জন্য উৎসাহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =