নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: ভারতের উচ্চশিক্ষা জগতে এক ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হতে চলেছে। এবার দেশে ক্যাম্পাস খুলছে ব্রিটেনের মোট নটি (৯) নামী বিশ্ববিদ্যালয়।
এর মাধ্যমে ভারতের শিক্ষাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে যুক্তরাজ্যের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাদের শাখা ক্যাম্পাস চালু করবে।
এর মধ্যে রয়েছে — University of Southampton, University of Bristol, University of York, University of Aberdeen, University of Surrey, University of Liverpool, Lancaster University, University of Birmingham এবং University of Glasgow।
ইতিমধ্যে University of Southampton গুরগাঁও এলাকায় তাদের ক্যাম্পাস চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছে। অপরদিকে University of Bristol মুম্বইয়ে “Mumbai Enterprise Campus” স্থাপন করতে চলেছে, যা ২০২৬ সালে চালু হওয়ার কথা। একইভাবে Lancaster University-ও ভারতের মাটিতে তাদের ব্রাঞ্চ ক্যাম্পাস উদ্বোধনের পথে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এক সরকারি সফরে এই উদ্যোগের ঘোষণা করেন। তাঁর বক্তব্য, “ভারত বিশ্বের দ্রুততম বিকাশমান জ্ঞানকেন্দ্রগুলির অন্যতম। এই সহযোগিতা আমাদের দুই দেশের মধ্যে শিক্ষাগত ও প্রযুক্তিগত বন্ধন আরও মজবুত করবে।”
ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষকর্তা বলেন, “বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির আগমন ভারতের শিক্ষাব্যবস্থায় প্রতিযোগিতা ও মানোন্নয়নের পরিবেশ তৈরি করবে। এতে ভারতীয় ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ দেশে থেকেই পাওয়া সম্ভব হবে।”
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ কেবল শিক্ষা নয়, গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থান ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলির এই পদক্ষেপ ভারতের “গ্লোবাল এডুকেশন হাব” হওয়ার পথে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।