নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ২৩,আগস্ট :: ২৩ আগস্ট ২০২৫ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সার্জিও গোরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি তিনি হবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ।
তিনি বর্তমান সময় পর্যন্ত হোয়াইট হাউস-এর ‘রাষ্ট্রপতির নিজস্ব অফিসের ‘-এর পরিচালক। রাষ্ট্রদূতের পদে তার নিয়োগ এখনও সেনেটের অনুমোদনের অপেক্ষায় । রাষ্ট্রদূতের পদে নিযুক্তির জন্য অবশ্যই সেনেটের সম্মতি প্রয়োজন। এখনই তা কার্যকর হয়নি ।
৩৮ বছর বয়সী গোর, হোয়াইট হাউসের নিযুক্তি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন । তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী—লোক নিয়োগ, বই প্রকাশনা, রাজনৈতিক প্রচারণা ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । এরিক গার্সিটির শুন্য রাষ্ট্রদুত পদে বসবেন সার্জিও গোর।
প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিও এবং তাঁর দলের সদস্যরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় ৪ হাজার জনকে নিয়োগ করেছেন। আমাদের দপ্তর এবং সংস্থাগুলি প্রায় ৯৫ শতাংশ পূর্ণ। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিও হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।’
সার্জিওকে ‘খুব ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেছেন, ‘বহু বছর ধরে উনি আমার পাশে আছেন। আমার হয়ে নির্বাচনি প্রচারে ছিলেন। আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন। আমাদের আন্দোলনকে সমর্থন করে অনেক কাজ করেছেন।
আমেরিকার জনগণের কাছ থেকে আমরা যে দায়িত্ব পেয়েছি, তা বাস্তবায়নে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ভারত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল এলাকা’ বলেছেন ট্রাম্প।
তিনি জানিয়েছেন, এই অঞ্চলের জন্য তাঁর এমন কাউকে নিয়োগ করা প্রয়োজন ছিল, যাঁকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তিনি বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর পদে রয়েছেন।