নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৯,আগস্ট :: বিএসএফ অফ বাংলাদেশী পর্যটকদের রাখিও মিষ্টিমুখ করিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন বসিরহাট মহাকুমার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর এখান থেকে বহু পণ্য ট্রাক আমদানি রপ্তানি হয় বহু পর্যটক ওপর বাংলার থেকে এবার বাংলায় আসে আবার এপার বাংলা থেকে বহু পর্যটক আসা-যাওয়া করেন।
এবার সেই ছবি দেখা গেল সীমান্তে। এদিন বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় বসিরহাট বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ শফিকুল দফাদার, ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সারিফুল মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ উত্তম মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সরদার
বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ রায় চৌধুরী সহ একাধিক প্রতিনিধি এদিন মঞ্চে হাজির ছিলেন বঙ্গ ভঙ্গের বক্তব্য মধ্যে দিয়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনের ডাক দিলেন আজকের দিনে। এদিন সীমান্তের জিরো পয়েন্টে ১০২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তের মহিলা ও পুরুষ কনস্টেবল দের পাশাপাশি বাংলাদেশী পর্যটকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখের মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিলেন প্রশাসনিক কর্তারা।
বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে দুই বাংলার সম্প্রীতির বার্তা পাশাপাশি বাংলাদেশ জিরো পয়েন্টে আমরা একদিকে সীমান্ত রক্ষী বাহিনী অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের রাখি পরিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দিলেন