নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: সোমবার ২২,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ টাকি সীমান্তে পর্যটন কেন্দ্র বড় দিনের আগেই পর্যটকদের ঢল নেমেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএসএফের তরফ থেকে বাড়তি সতর্ক রয়েছে সুন্দরবনের সীমান্তের নদীগুলোতে
রবিবার সকাল থেকে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বহু পর্যটকরা এসে ইছামতির নদীর রাজবাড়িঘাট ঘোষ বাবুর ঘাট একাধিক যেসব ঘাট রয়েছে এখান থেকে পর্যটকরা যাচ্ছেন তিন নদীর মোহনায় নদীর জিরো পয়েন্ট বরাবর।
একাধিক পর্যটন কেন্দ্রগুলোতে সকাল থেকেই ইছামতি নদীর পাড়ে পর্যটকদের ভিড় ভ্রমণ পিপাসু মানুষেরা স্বপ্নের ২৫ ডিসেম্বর বড়দিন তার আগেই ভিড় জমিয়েছে টাকিতে সকাল থেকে কুয়াশার দাপট ছিল বেলা পড়ার সঙ্গে সঙ্গে নৌকায় ভ্রমণ বেড়েছে পর্যটকদের।

