নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টোকিও(ডেস্ক নিউজ) :: মঙ্গলবার ৩০,জুলাই :: বিশ্বের অবস্থানগত পরিস্থিতির পরিবর্তন ঘটছে। এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’বা কোয়াড গোষ্ঠী। সোমবার থেকে জাপানের টোকিওতে শুরু হয়েছে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক।
এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। রয়েছেন জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া ও পেনি ওং। সোমবার এই সম্মেলনের ফাঁকেই সাংবাদিকদের মুখমুখী হন জয়শংকর। তিনি ভারত ও চিনের সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হাতক্ষেপ ভারতের পছন্দ নয়।