নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: ভারত সরকার কঠোর পদক্ষেপ নিল অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গত কয়েক মাসের ধারাবাহিক অভিযানের পর দেশে অবৈধভাবে প্রবেশ করা প্রায় ১৬ হাজার বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদের অধিকাংশই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতে থেকে গিয়েছিল। অনেকে আবার বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল।
এই বিদেশিদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া সহ একাধিক দেশের নাগরিক রয়েছেন। বিশেষ নজরদারির আওতায় এসেছে সীমান্তবর্তী রাজ্যগুলি—আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর এবং জম্মু-কাশ্মীর।
অভিযান চলাকালীন ধরা পড়া বহু বিদেশির কাছ থেকে জাল পাসপোর্ট, নকল ভিসা এবং সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে। গোয়েন্দা সংস্থার দাবি, এই পদক্ষেপের ফলে দেশীয় নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিদেশিদের ভিসা শর্ত ভঙ্গ করলে অবিলম্বে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকবে।