নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,মে :: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে শনিবার বিকাল ৩টা নাগাদ, মালদায় হঠাৎ করেই বেজে উঠল সাইরেন। তবে কোন জরুরী সতর্কতার জন্য নয়। মক সাইরেন বাজানো হয় মালদায়।
এদিন বিকাল তিনটা নাগাদ মালদা জেলা আদালত চত্বর এবং মালদা মুসলিম ইনস্টিটিউটে লাগানো পৃথক পৃথক দুটি সাইরেন প্রশাসনের পক্ষ থেকে বাজানো হয়। তবে যুদ্ধের আবহের মধ্যে হঠাৎ করে সাইরেন বেজে ওঠার ঘটনায় সাধারণ মানুষজনের অনেকের মধ্যেই চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়।
এই প্রসঙ্গে মালদা মুসলিম ইনস্টিটিউটের সেক্রেটারী ববি আহম্মেদ জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে সাধারণ মানুষের সুরক্ষা ও সচেতনতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মক সাইরেন বাজানো হল।