ভারত-পাক যুদ্ধে জারি হল উপকূলে বাড়তি সতর্কতা নজরদারি পুলিশের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: শুক্রবার ৮,মে :: ভারত-পাক যুদ্ধে পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী এলাকা জারি হল সর্তকতা। বঙ্গোপসাগরের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হল নজরদারি। গতকাল থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সর্তকতা।

ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা বেজে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার সকাল থেকে সুন্দরবন পুলিশরা পক্ষ থেকে গঙ্গাসাগর, নামখানা, পাথরপ্রতিমা, ক্যানিং, গোসাবা ,বাসন্তী সহ বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকাগুলিতে চলছে জেলা পুলিশের নজরদারি।

স্পিডবোট এর মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে টহল দিচ্ছে উপকূলীয় থানার পুলিশেরা। এই বিষয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, যুদ্ধ পরিস্থিতিতে উপকূল তীরবর্তী এলাকায় গুলিকে রক্ষা ও বঙ্গোপসাগরের ওপর নজর রাখার জন্য ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকা থানা গুলিকে সতর্ক করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরের উপকূল তীরবর্তী এলাকার নদী গুলিতে এবং বঙ্গোপসাগরে বাড়তি সর্তকতা অবলম্বন করা হয়েছে। সকাল থেকে উপকূল তীরবর্তী এলাকা গুলিতে নজরদারি চালানো হচ্ছে। ভারতের প্রত্যাঘাতে কার্যত নাস্তানাবুদ পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =