ভারত- বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় সীমান্তে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুমারগঞ্জ :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: ভারত- বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় সীমান্তে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক। কাটাতারের ওপারের ভারতীয় জমিতে এই অগ্নিসংযোগকে ঘিরেই ছড়ায় উত্তেজনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের দাউদপুর ভাসান কালীপুর এলাকায়।

ঘটনা নিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে জমি মালিক বিরাজ রায়ের। তবে প্রথম থেকেই এই ঘটনা নিয়ে বাংলাদেশী দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছে স্থানীয়রা। যদিও ঘটনার পরেই এলাকায় পৌছে ভারতীয় ওই জমির নিয়ন্ত্রণ নিয়েছে ৫৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন ও কুমারগঞ্জ থানার পুলিশ। শুধু তাই নয়, এলাকায় সাধারনের প্রবেশেও বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বিএসএফ ও পুলিশ বাহিনী।

এদিকে এই ঘটনার খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন এলাকায় পৌছে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার মধ্যেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আম, লিচু ও কাঠালের বাগান। ক্ষতিগ্রস্ত জমির মালিক বিরাজ রায়ের দাবি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। পরিকল্পিতভাবে সীমান্তের ওপার থেকে আগুন লাগানো হয়েছে। আমরা সুবিচার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =