নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: মঙ্গলবার ৫,আগস্ট :: নিম্নচাপ অতি বর্ষণ লাগাতার বৃষ্টি ফলে সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক বিপর্যস্ত একদিকে কি কি ফসল নষ্ট হয়েছে অন্যদিকে জলবন্দী হয়ে পড়েছে অঞ্চলের মানুষ। বিপন্ন জনজীবন কোথাও কোমর অব্দি জল আবার কোথাও হাঁটু পর্যন্ত এর মধ্যে ছড়াচ্ছে জলবায়ুর রোগ ।
বৃহস্পতিবার দিন কলার ভেলায় অ্যাম্বুলেন্স করে রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখেছিল গোটা বাংলা। এবার আসরে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন বাদুড়িয়া স্বরূপনগর সহ একাধিক ব্লক বিপর্যস্ত তার মধ্যে আবার নতুন করে নিম্নচাপের ভুকুটি দেখা দিয়েছে।
সাধারন গ্রামবাসীরা বারবার দাবি করছিলেন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিবছর বৃষ্টি হলেই বেহাল অবস্থায় দাঁড়ায় এইসব গ্রাম গুলো জল নিকাশের জন্য বাধ্য হয়ে একদিকে পদ্মা নদী অন্যদিকে তার সংযোগকারী নদীর যমুনা ও ইছামতি সংস্কারের অভাবে নাব্যতা হারিয়েছে।
বেআইনিভাবে কোথাও আবার নদীর চর দখল করে চাষের জমি তৈরি করা হয়েছে এবার জল নিকাশের জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে
সরুপনগর এর বিডিও বিষ্ণুপদ রায় সহ প্রশাসনিক কাজীরা সরোজমিনে দেখে পদ্মা নদীর বাঁধ কেটে দিল। যাতে দ্রুত জল নিকাশি হয় তার সমস্ত রকম ব্যবস্থা করছেন।
এখন প্রশ্ন হচ্ছে নদীর বাধ কেটে সমস্যা মিটবে কিনা সেটা সময় বলবে কিন্তু নতুন করে আবার নিম্নচাপের ভুকুটি, জল দূষণ না নামলে সমস্যায় পড়তে পারে চারঘাট সগুনা গোবিন্দপুর তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।