নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটা তার বিহীন বিস্তর এলাকা রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় নেই কোন কাঁটা তাঁর আর সেই কারণেই আতঙ্কে ভুগছেন সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্তমানে মাঝেমধ্যে ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে আর সেই ঘন কুয়াশার অন্তরালে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বাংলাদেশীদের।
বিজয়পুর গ্রামটি একেবারে সীমান্তবর্তী বাংলাদেশ লাগুয়া। বিজয়পুরের স্থানীয় বাসিন্দা বা এলাকার বিভিন্ন বাড়ির মধ্যে দিয়ে বর্ডার সীমানার পিলার বসেছে। বাংলাদেশর সীমানা ও ভারতের সীমানার মধ্যবর্তীতে রয়েছে মাথাভাঙ্গা চূর্ণী নদী ও গ্রামে যাতায়াতের রাস্তা। অর্থাৎ এলাকায় কাঁটাতার না থাকায় নদী পেরিয়ে ভারতের বিজয়পুরের রাস্তা।
আর এই রাস্তার পরেই রয়েছে বিস্তর বাঁশ বাগান ও একাধিক এলাকার জনবসতি। ঘন কুয়াশার অন্তরালে অনুপ্রবেশ কারীরা বা চোরা চালান কারীরা হামেশাই নিজেকে আত্মগোপন করতে পারে এই বাঁশ বাগান বা বিভিন্ন ঝোপঝাড়ে।
বর্তমানে বাংলাদেশে অগ্নিগর্ভ দিনের পর দিন নাশকতার জাল বুনছে বাংলাদেশী নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুলো। কিছুদিন আগেই একের পর এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আর সেই নিয়েই আরো আতঙ্ক বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের বিজয়পুর এলাকার বাসিন্দাদের।