ভারত-বাংলাদেশ সীমান্তের হিলির ভীমপুর এলাকায় সোনার বিস্কুট পাচারের চেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: ভারত-বাংলাদেশ সীমান্তের হিলির ভীমপুর এলাকায় সোনার বিস্কুট পাচারের চেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ভীমপুরের শ্রীরামপুর সীমান্ত এলাকা থেকে সঞ্জয় কুমার মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ-এর ৬১ নম্বর ব্যাটেলিয়ান।

তার বাঁ পায়ে সেলোটেপে পেঁচানো অবস্থায় লুকানো ছিল তিনটি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া যে সোনার ওজন প্রায় ৩৫০ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৩৬ হাজার ৩৯৬ টাকা। সোনার পাশাপাশি আটক ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ১১০ টাকা উদ্ধার করেছে বিএসএফ। মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৬০০০ টাকা।

বিএসএফ জানিয়েছে, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদে পাচারচক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় এমন অবৈধ কার্যকলাপ বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twelve =