ভারত বাংলাদেশ সীমান্তের আমুদিয়া গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলিত হয়ে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের শুভ সূচনা হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: বসিরহাট মহকুমার স্বরুপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের আমুদিয়া গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলিত হয়ে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের শুভ সূচনা হলো।

একদিকে রয়েছে মতুয়া সম্প্রদায় অন‍্যদিকে মুসলিম সাম্প্রদায়ের মানুষদের সম্মান জানিয়ে শুরু হলো মহানাম যজ্ঞের অনুষ্ঠান। মতুয়া সম্প্রদায়কে ফুলের মালা ও ধান দূব্যা দিয়ে বরণ করা হলো

অন্যদিকে গঙ্গা বরণের সময় মসজিদ ও মন্দির একই জায়গায় হওয়ায় গঙ্গা বরণের সময় মসজিদে আজান শুরু হওয়ার গঙ্গা বরণের বাদ্যযন্ত্র বন্ধ করে তাদের ধর্মকে সম্মান জানানো হয়।

স্থানীয় বাসিন্দা আলিমুন সরদার বলেন” আমাদের রমজান মাস চলছে মসজিদের পাশে একটি নাম যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে এবং সীমান্তবর্তী সোনাই নদীতে গঙ্গাবরন চলছে সেই সময় মসজিদে আজান শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা তাদের অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রেখে আমাদেরকে সম্মান জানান।

আমরা চাই এই সম্প্রীতির মেলবন্ধন সারা জীবন অটুট থাকুক আমাদের মধ্যে। সমাজকর্মী শেখর দাস বলেন অন্য ধর্মকে সম্মান করা আমাদের বাংলার সংস্কৃতি আমরা উভয় সম্প্রদায় একই জায়গায় বসবাস করি এবং একে অপরকে সহযোগিতা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =