নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুমারগ্রাম :: শনিবার ৩০,নভেম্বর :: কুমারগ্রাম ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম বনবস্তি সংলগ্ন এলাকায় এসএসবি ও আবগারি বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ভুটানে তৈরি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করল।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভুটান সীমান্তের জঙ্গলে অভিযান চালায় এসএসবির ৩৪ নম্বর ব্যাটেলিয়নের কালীখোলা বিওপি এবং আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। ওই অভিযানে মোট ৬০ বোতল ভুটানে তৈরি মদ এবং ৪৮ বোতল ভুটানে তৈরি বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে।
ভুটান থেকে মদ ও বিয়ারের কার্টন গুলি এনে জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুষ্কৃতীরা। সেগুলি কুমারগ্রাম এলাকায় পাচারের ছক কষা হয়েছিল। কিন্তু যৌথ অভিযানে পাচারের চেষ্টা রুখে দেওয়া হয়। এছাড়াও এদিন কুমারগ্রামের অমরপুর ও জয়দেবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই এবং ১০০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেন আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের আধিকারিক-কর্মীরা।