কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সহযোগিতায় নেহরু যুব কেন্দ্র সংগঠন মালদা দ্বারা আয়োজিত নমামী গঙ্গা প্রোগ্রামের ৭ দিনের জেলা স্তরীয় স্পেয়ারহেড টিমের প্রশিক্ষণ রতুয়া-২ ব্লকের মহারাজ নগরের CADC কেন্দ্রে শুরু হল।
প্রশিক্ষনে শুরু হয় মানিকচক,রতুয়া-১,কালিয়াচক-২,কালিয়াচক-৩ ব্লকের গঙ্গা তীরবর্তী এলাকার ৫০ জন ছেলে মেয়েদের নিয়ে ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু, কবিতা মণ্ডল মানিকচক ব্লকের পঞ্চায়েত সমেতির সভাপতি,মালদা এনসিসির কমান্ডো অফিসার অভিজিৎ দাস, দয়া মান রায় এবং হারান্দ্রা সিং মমতা নাগ (সিএডিসি ইন চার্জ),বিপ্লব ঘোষ-যোগা ট্রেনার,নমামী গঙ্গে প্রজেক্টের জেলা প্রজেক্ট অফিসার সুব্রত দাস l
জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস একটি উপস্থাপনার মাধ্যমে নমামি গঙ্গে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এবং গ্রামীণ এলাকায় মালদা জেলার গঙ্গা পরিচ্ছন্নতার চলমান কাজগুলি সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। নেহরু যুব কেন্দ্রের প্রোগ্রামিং অফিসার আনারুল হক পরিবেশ ও নদী সংরক্ষণ, জলের স্তর ও পুকুর সম্পর্কে তথ্য দেন।
সন্ধ্যায়, সমস্ত গ্রামবাসীকে সচেতন করার জন্য একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং ঘাটে একটি বিশাল আরতির আয়োজন করা হয়েছিল। আরতি অনুষ্ঠানে সবাই শ্রদ্ধার সাথে গঙ্গা মায়ের আরতি পরিবেশন করেন এবং সবাই উৎসাহের সাথে অংশ নেন।