নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: রবিবার ১৮,মে :: ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে নির্দিষ্ট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিকের পণ্য ও আসবাবপত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে আর আমদানি করা যাবে না। এই পণ্যগুলো শুধু কলকাতা ও মুম্বই বন্দর দিয়ে আনা যাবে।
ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে মাছ, তেল, এনপিজি ও পাথরের মতো কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছে। সীমান্তে ইতিমধ্যেই আটকে পড়েছে বহু বাংলাদেশি ট্রাক, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য।