নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর(বীরভূম) :: বুধবার ১২,মার্চ :: সারা বছর ধরে রাজনগর নাকাশ গ্রামের জয়গুরু আশ্রমের মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য একটি সাইকেলে চড়ে বাংলা-ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জোগাড় করেন রসদ।
তারপর তা দিয়ে প্রতি বছর আয়োজন করেন মহোৎসবের। এবারেও আয়োজিত হলো সেই ভিক্ষা মহোৎসব। দুপুরে প্রায় হাজার খানেক মানুষ পাত পেড়ে গ্রহণ করেন ভাত-ডাল-তরকারি-পায়েস-মিষ্টি। এ বিষয়ে আশ্রম মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য জানান, ভিক্ষার দানেই ভক্তদের সহযোগিতায় এই আয়োজন।