নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ০৬,মে :: শনিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার চামরাইলে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর শনিবার সকাল সাড়ে নটা নাগাদ লিলুয়ার থানার অন্তর্গত চামরাইল মন্ডলপাড়ায় এক গৃহস্থের বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দেয় দুজন। এক মহিলা শিশু কোলে একজন পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে মিঠু খার বাড়িতে ঢোকে।
সেই সময় ওই বাড়ির দোতলায় পরিবারের লোকজন ঘুমোচ্ছিলেন। নিচের দুটি ঘরে ছিটকানি আটকে বাড়ির মহিলারা ছাদে কাপড় শুকাতে যান। হঠাৎ এক শিশুকে কোলে নিয়ে এক মহিলা এবং পুরুষ তার পুরুষ সঙ্গী ভিক্ষা চাওয়ার আছিলায় ঘরে ঢুকে পড়ে। এরপর তারা নিচের দুটি ঘরে আলমারি খুলে এবং খাটের বিছানা তুলে তল্লাশি চালাতে থাকে।
এই সময় হঠাৎ বাড়ির এক মহিলার নজরে এলে তিনি ঘরে ঢুকে চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে পরিবারের অন্য লোকেরা ছুটে এসে ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদীশপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ছুটে এসে এক শিশু সমেত তিনজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ওই মহিলা এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আক্রান্ত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আটক দুজন বানজারা। এরা রাজস্থানের আদিবাসী। বেশ কিছুদিন ধরে তারা হাওড়ায় থাকছে। চুরি করতে তারা ওই বাড়িতে ঢুকে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।