নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবার ৩০,অক্টোবর :: রুটি রুজির তাগিদে দশ মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম।
দিন কয়েক আগে দিল্লি–কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে।
ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে।
রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।
দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি ও অশ্রুজলে ভিজে যায় গোটা এলাকা। ৩২ বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী।
নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে।

