নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: ভিন জেলা ও ভিন রাজ্য থেকে ডাকাতি করতে আসা সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল থেকে গ্রেপ্তার হয় ওই সাতজনের ডাকাত দল।
পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকমাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল এই ডাকাত দলটি। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ। পানিপারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে ওই গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতদের কাছ থেকে তালা ও দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম ও ভোজলি সহজ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে পানিপারুল পেট্রল পাম্পে ডাকাতি করার ছক কষছিলো ওই ডাকাতের দল।
ধৃতদের নাম
১.বাবলু কুমার দাস (বয়স -২৫) বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া। ২. রোহিত ননীয়া ( বয়স -২২) বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া। ৩. বান্টি ননীয়া ( বয়স – ২৩)বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া।
৪. সূর্য ননীয়া (বয়স -২৫)বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া। ৫. সোনু রবি দাস -( বয়স -২৪) বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া। ৬. শুভম কুমার -( বয়স ২৫)বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া। ৭. মহাবীর কুমার (ঝাড়খন্ড)