ভিন রাজ্যে কন্যা সন্তানকে নিয়ে গিয়ে আছাড় মেরে খুন , গ্রেপ্তার মা ও প্রেমিক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ২০,আগস্ট :: অবৈধ প্রেমকে পূর্ণতা দিতে নিজের সন্তানকে আছড়ে খুন করল মা। মর্মান্তিক ও নৃশংস এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ডহারবারে।

গোটা ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। বিবাহিত জীবন ছেড়ে নতুন করে উড়তে চাওয়ার নেশাই এমন ঘটনার দিকে ঠেলে দিল ডায়মন্ডহারবারের পারুলিয়া উপকূল থানা এলাকার এক গৃহবধূকে।জানা গিয়েছে, ওই গৃহবধূ চিংড়ি কারখানায় কাজে যেত । যাতায়াতের পথে পরিচয় হয় রায়দিঘি এলাকার এক বাস কন্ডাক্টরের সঙ্গে। বছরখানেকের এই প্রেমকে পূর্ণতা দিতে ওই বাস কন্ডাক্টরকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি ছাড়ে নাজিরা বিবি নামের ওই গৃহবধূ।

স্বপ্ন দেখতে শুরু করে পিছনের জীবনকে মুছে ফেলে তাজউদ্দিনের সঙ্গে নতুন করে সংসার পাতার। সেই মতো তারা পরিকল্পনা করে পালিয়ে যায় অন্ধ্রপ্রদেশে।

এদিকে ওই গৃহবধূর স্বামী আজাহার লস্কর স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানায় যে তার স্ত্রী কন্যাসন্তান-সহ নিখোঁজ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাজিরা বিবি আর তাজউদ্দিন ভিনরাজ্যে পালিয়েছে। এরপর অন্ধ্রপ্রদেশ পাড়ি দেয় পুলিশ ।

সেখানে গিয়ে জানতে পারে নাজিরা বিবির কন্যাসন্তান মারা গিয়েছে এবং তাকে সেখানে কবর দেওয়া হয়েছে। ঘটনায় সন্দেহ হয় পুলিশের। গৃহবধূ ও তার প্রেমিককে লাগাতার জেরা করা শুরু করে পুলিশ। জেরার মুখে একসময় ভেঙে পড়ে তারা।

এর পর নিজের কন্যাসন্তানকে আছড়ে খুন করার কথা স্বীকার করে নেয় তারা । বর্তমানে দু’জনকেই পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে । জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এখন গর্ভবতী। তার শারীরিক পরীক্ষা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =