নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: ১৪ই, এপ্রিল :: ভিন রাজ্যে কাজে গিয়ে ট্রেনে করে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি। বাড়িতে পৌঁছে গেল ব্যাগ সহ আসবাস পত্র, কিন্তু মিলল না ব্যক্তির সন্ধান। ব্যক্তির নিখোঁজের ঘটনায় এখন ধোঁয়াশায় পরিবার। জানা যায় নিখোঁজ ব্যাক্তির নাম গণেশ কর্মকার বয়স আনুমানিক ৬৩ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের সারাগর পাড়ায়।
পরিবারের দাবি গত সাত মাস আগে শান্তিপুরের এক ঠিকাদার বেশ কয়েকজন ব্যক্তির সাথে ওই ব্যক্তিকে গুজরাটে পাঠিয়েছিলেন। গণেশ কর্মকার যান রান্নার কাজে। গত বুধবার গুজরাট থেকে শান্তিপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাওড়া গামী এক্সপ্রেস ট্রেনে ওঠেন গণেশ কর্মকার সহ অন্যান্য ব্যক্তিরা, কিন্তু নাগপুর স্টেশন আসতেই তার সাথে আর কোনরকম যোগাযোগ করতে পারিনি পরিবার।
অন্যান্য ব্যক্তিরা শান্তিপুরে ফিরে আসে ওই ব্যক্তির আসবাব পত্রের ব্যাগ নিয়ে,পরিবার তাদেরকে প্রশ্ন করলে কোনরকম উত্তর দিতে পারেনি তারা, এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার এরপরই যোগাযোগ করে ঠিকাদারের সাথে। অভিযোগ ওই ঠিকাদার সমস্ত ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এখন পরিবারের একটাই প্রশ্ন যেই ব্যক্তিদের সাথে গণেশ কর্মকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার ব্যাগ পত্র পাওয়া গেল তাকে কেন পাওয়া গেল না।
তাহলে কি নিখোঁজের ঘটনার পেছনে রয়েছে অন্য কোন রহস্য। তবে স্বামী গোপাল কর্মকার নিখোঁজের পর থেকেই তার স্ত্রী নমিতা কর্মকার হয়ে পড়েছেন দিশাহারা। কোথায় তাকে খুঁজে পাবেন এই নিয়ে ঘুরছেন প্রশাসনের দরজায় দরজায়। মেয়ে প্রতিমা বারুয়ের দাবি, ইতিমধ্যে গুজরাট ও হাওড়া রেল পুলিশের সাথে তারা যোগাযোগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি বাবার সন্ধান।
মেয়ের ও একটাই প্রশ্ন কিভাবে একজন ব্যক্তি এইভাবে নিখোঁজ হয়ে যায়, যেখানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একই সাথে বেশ কয়েকজন। তবে এই ঘটনায় আজ শান্তিপুর থানায়ও একটি নিখোঁজের ডায়েরি করে নিখোঁজ গণেশ কর্মকারের পরিবার।