নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ৬,সেপ্টেম্বর :: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এরাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম জামাল শেখ (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায়। জামালের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৯ মাস আগে কেরলে একটি ঠিকাদার সংস্থার অধীনে রাজমিস্ত্রির কাজ করতে যায় জামাল। মঙ্গলবার কাজ করার সময় উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় । এরপর সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি । কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
জামালের পরিবারের কাছে এই মৃত্যুর খবর আসার পরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে । পরিবারের পাশে দাঁড়াতে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত জামাল। পরিবারের দাবী , এ রাজ্যে কাজ নেই তাই সংসার টানতেই জামালের মতন বহু যুবকেরাই ভিন রাজ্যে কাজ করার উদ্দেশ্যে পাড়ি দেয়।