নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। অসহায় দুঃস্থ পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো বাংলা জনজাগরণ মঞ্চ। ঘটনাটি নলহাটি দুই নম্বর ব্লকের শীতল গ্রামের নিশ্চিন্তপুর গ্রামের।
৩৭ বছর বয়সী মৃতের নাম নিতাই লেট । পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে নিতাই লেট গত তিন মাস আগে ভারতের একমাত্র ছোট রাজ্য গোয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান।সেখান থেকে গত পাঁচ তারিখ বাড়ি ফেরার জন্য শুক্রবার সকাল সাতটা নাগাদ অমরাবতী এক্সপ্রেস ট্রেন ধরেন। পরের দিন শনিবার ভোর তিনটা নাগাদ টেটা পল্লী স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে যান।
রেল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় পত্র দেখে রেল পুলিশ নিতাইয়ের বাড়িতে তার মৃত্যুর খবর দেন।
দিন মজুর নিতাই লেট তার স্ত্রী দুই নাবালিকা কন্যা ও এক পুত্র সন্তান রেখে পরলোক গমন করেন। মঙ্গলবারের দিন ঘটনা স্থল থেকে মৃত দেহ গ্রামের বাড়িতে আনা হয়।
সেই সঙ্গে জঙ্গিপুর শ্মশান ঘাটে মৃত দেহটির শেষকৃত্য সম্পন্ন হয়।দুস্থ অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী নিতাই লেটের মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে পড়ে তার পরিবার।
এই অসহায় দুঃস্থ পরিযায়ী শ্রমিক পরিবারের সরকারি আর্থিক সহায়তা পাইয়ে দিতে পরিযায়ী শ্রমিক কল্যানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
পরে ‘বাংলা জনজাগরণ মঞ্চের’ সভাপতি অধ্যাপক নূরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তৎপরতার সঙ্গে তিনি ঐ মৃতের শোক স্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলা জনজাগরণ মঞ্চের প্রতিনিধিদের পাঠান এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন।
দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন অধ্যাপক নূরুল আলম । ‘বাংলা জনজাগরণ মঞ্চে’র পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও করা হয়। সেই সঙ্গে তারা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।