ভিন রাজ্যে নয়, এই রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাজ থেকে বার করে দেওয়া হচ্ছে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ৩১,আগস্ট :: ভিন রাজ্যে নয়, এই রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাজ থেকে বার করে দেওয়া হচ্ছে অভিযোগ অশোকা সু কোম্পানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ প্রায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিলেন অশোকা সু কোম্পানির ম্যানেজার।

ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায়। জানা গেছে, ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন।

কিন্তু অভিযোগ, ম্যানেজার অজয় শ্রীবাস্তব শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে কাজে বাধা দেন এবং স্পষ্ট জানান“এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা চলবে না।”

এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের উপর হেনস্তা ও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।

হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলা ও হেনস্থার প্রতিবাদে কিছুদিন আগেই কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সেই হেনস্থা ঘটল বাংলার মাটিতেই। ফলে প্রশ্ন উঠছে—নিজের রাজ্যে বাংলায় কথা বললে যদি শ্রমিকরা কাজ হারান, তবে নিরাপত্তা কোথায়?  তবে এ বিষয়ে এখনো পর্যন্ত অশোকা সু কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =