নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৭,ডিসেম্বর :: ভিন রাজ্য উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে নিখোঁজ যুবক। কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবার। নিখোঁজ যুবকের নাম মাহেজুল ইসলাম।
তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দুই বছর আগে পরিবারকে নিয়ে উত্তর প্রদেশের বেরিলি শহরে কাজ করতে যায় যুবক। সেখানে প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করতেন। তার স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে।
নিখোঁজ যুবকের স্ত্রী নিশা খাতুন বলেন,কয়েকদিন আগে স্বামীর মাথায় সমস্যা হয়। এরপর সেখান থেকে নিখোঁজ হয়ে যায় স্বামী। তিন ধরে কোনও খোঁজ পাচ্ছি না। সেখানকার থানায় নিখোঁজ ডায়েরি করেছি।
নিখোঁজ যুবকের বাবা মেহেরুল হক বলেন, ছেলে সুস্থ ছিল। এখানে কোনওদিন মাথার সমস্যা হয়নি। নিখোঁজের দু’দিন আগে ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। ভাল আছে বলে জানিয়ে ছিলেন।
এখন বউমার কাছ থেকে ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাচ্ছি। ছেলের ফোন বন্ধ রয়েছে। কোথায় আছে কি অবস্থায় আছে কেউই বলতে পারছেন না।

