নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ২২,আগস্ট :: স্কুলের ভেতরে ভীমরুলের চাক। ভিমরুল তাড়াতে পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে বন্ধ হয়ে গেলো স্কুল।যে পড়ুয়ারা স্কুলে এসেছিল, তাদের স্কুল কর্তৃপক্ষ বাড়ি ফিরিয়ে দেন।
যদিও স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলে না আসার নিষেধ বার্তা দিয়ে একটি মেসেজ দিয়েছিলেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চত্বরের ভিতরের একটি বকুল গাছে বাসা করে ভীমরুলের দল। প্রথমে কোনও সমস্যা হয়নি।
দিন দুয়েক আগে এক ছাত্র চাকে ঢিল ছোড়ে। এর পরেই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে ভীমরুল। ইতিমধ্যে সেগুলির হামলায় জখম হয়েছেন এক শিক্ষক ও কয়েক জন পড়ুয়া।
গতকাল সেই ভিমরুলের চাক ভাঙ্গা হবার কথা থাকলেও সেটি করা সম্ভব হয়নি, আর চারিদিকে উড়ছে ভিমরুল। অবস্থা বেগতিক বুঝেই কুলের তরফে বন্ধ করে দেয়া হয় শ্রেণী কার্য ওই স্কুলে।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রামাণিকে একাধিক বার ফোন করা হলে তার ফোন সুইচ অফ ছিল। তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।