নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: ডেঙ্গি বাড়বাড়ন্ত কপালে চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষ থেকে নিয়ে চিকিৎসক মহলে। ভিরোলজিস্ট দের মতে সেপ্টেম্বর মাসের পর ডেঙ্গি মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে মেয়র ফিরহাদ হাকিমের মতে এখন পর্যন্ত অন্যন্য শহরের তুলনায় কলকাতায় এখনো ডেঙ্গি অনেক কম বলে দাবি করলেন তিনি। যাতে ডেঙ্গু কম থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে দাবি কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের। তার যুক্তি যেহেতু এখন করোনা নয় লকডাউন নেই তাই মানুষের চলাফেরার গতিবিধি বেশি । তাই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
তবে মশা কোথায় কামড়াচ্ছে সেটা চিহ্নিত করা তো মুশকিল। তাই আমরা প্রচার আরো বৃদ্ধি করছি। মানুষ যাতে সচেতন হন তার জন্য প্রয়াস করছি বলে জানালেন মেয়র। এদিন তিনি বলেন আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করছি। যেমন বাড়ি বাড়ি যাওয়া, রক্ত পরীক্ষা করা এবং ফিভার ক্লিনিক চালু রাখা হয়েছে বলে জানান তিনি।