নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: একাকী আর থাকতে ইচ্ছে করছে না ভীমের, ভীম হলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের একমাত্র গন্ডার। এই গন্ডারটি শুরু থেকে রয়েছে। দীর্ঘদিন ধরে একা থাকতে থাকতে বিষন্ন হয়ে পড়ছে সে। সেই কারণে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ তার সঙ্গিনী নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
এখানেই শেষ নয় আরো কয়েকটি প্রাণী আনা হবে। যার মধ্যে রয়েছে সিংহ ,জিরাফ , ব্ল্যাক ডিয়ার। এই প্রাণীগুলি আসলে বেঙ্গল সাফারি পার্কের ঐতিহ্য আরো বেড়ে যাবে। প্রসঙ্গত মহানন্দা অভয় অরণ্যে সঙ্গিনীর জন্য লড়াই করেছিল গন্ডার টি, সেখানে গুরুতর জখম হয় সে। হেরে যাওয়ার কারণে তাকে এলাকা ছাড়তে হয়। এরপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেঙ্গল সাফারি পার্কে।
রীতিমতো চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। তার জন্য পৃথক এনক্লোজার করা হয়েছে। গান্ডারটির নামকরণ হয়েছে ভীম। এই ভীমের একাকীত্ব কাটাতে তার সঙ্গিনী গন্ডার আনার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি পার কর্তৃপক্ষ।