নিজস্ব সংবাদদাতা :: ভুটান :: সংবাদ প্রবাহ :: ভারত ভুটান সীমান্ত শহর জায়গার পরিস্থিতি বর্তমানে খুব করুন। একে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, অপরদিকে ভুটানে বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে ক্রমাগত জল নামছে।জল নামার কারণে ভুটানগামী প্রধান সড়কের হাল বেহাল। জয়গার বাসস্ট্যান্ড জলে থৈ থৈ করছে। কোথাও হাঁটু সমান কাদা, কোথাও আবার গোড়ালি সমান।
যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ওই এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কাদা সরানোর কাজ চলছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরো কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ভারত ভুটান সীমান্ত শহর জায়গার এই সমস্যা সুদীর্ঘদিনের, ভুটান পাহাড়ে বৃষ্টিপাত হলেই পাহাড় থেকে জল নিচে নেমে চলে আসে, ভোগান্তির শিকার হতে হয় জয়গার সাধারণ মানুষদের।