ভুতনী চরের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষের বেশী বাসিন্দা দেড় মাস ধরে গঙ্গার জলে প্লাবিত হয়ে রয়েছেন।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: মালদার মানিকচকের ভাঙণ ও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ভুতনী চরের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষের বেশী বাসিন্দা দেড় মাস ধরে গঙ্গার জলে প্লাবিত হয়ে রয়েছেন। প্লাবিত জলে তলিয়ে গেছে সরকারিভাবে নয়জন।

এমন পরিস্থিতির পরও গঙ্গা নদীর আরো জলবৃদ্ধি ঘটবে এমন সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে।

সকাল থেকে প্রশাসনর পক্ষ থেকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। শুধু তাই নয় এলাকাবাসীকে সর্তক করার জন্য মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সামাজিক মাধ্যমে সাবধানে ও সর্তক থাকার বার্তা দিলেন। পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে। তাও জানালেন।

প্রশাসন সজাগ রয়েছে। তবুও গঙ্গার অববাহিকা দিয়ে ২৬লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে। বিহারে বৃষ্টিপাতের ফলে গঙ্গার অববাহিকা দিয়ে এই জল প্রবাহিত হবে। ফলে গঙ্গা নদীর জল ১মিটারের বেশী বৃদ্ধি পাবে।

তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরী থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও গভীর রাতে পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =