ভুতুড়ে টয়লেট! শুনতে অবাক লাগছে? না না সত্যি এমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকলো মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৮,জুলাই :: স্কুলের নামে কমিউনিটি টয়লেটের টেন্ডার করে টয়লেট না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত ২০২৪-২৫ অর্থবর্ষে একটি টেন্ডার করে।সেই টেন্ডারে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে ৩ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয়। তারপর কাজও হয়ে যায়। এমনকি ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিল উঠে যায়। অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি।

অথচ অনলাইনে বিল হয়ে গেছে।এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক বিডিওকে অভিযোগ দায়ের করেছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদীউজ্জামান।

এ বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী মন্ডল মজুমদার সাফাই দিয়ে দায় এড়িয়ে বলেন, ‘কমিউনিটি টয়লেট করা হয়েছে তবে পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে। সেই স্কুলের কমিটির টয়লেট ও জরাজীর্ণ ছিল। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে তাদের কমিউনিটি টয়লেট দিয়েছি।

আগামীতে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়েও কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেব।এর জন্য নতুন টেন্ডার ধরা হবে। দুই ইস্কুল একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে। কেবলমাত্র স্থানের বিভ্রান্তি ঘটেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =