সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ৮,সেপ্টেম্বর :: ২০২৬ এর বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুতুড়ে ভোটারের সন্ধান ।
এবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদে ৬০ নম্বর বুথে ৩০ জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয় বেশ কয়েকজনের। অভিযোগ , এই ভোটার লিস্টের তালিকায় মৃত ভোটারের পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নামও রয়েছে। এই খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও ।আর এবার বিরোধীদের তোলা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন,বিরোধীরা যে অভিযোগ তুলছে ও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্প্রতি এই ৬০ নম্বর বুথে একজন ভোটার তিনি স্থানান্তরিত করেছে তার ভোটার কার্ড এবং ১৭ জন ভোটার তারা মারা গিয়েছে এবং সম্প্রতি কালে আরো আটজন ভোটার মারা গিয়েছে।
ইতিমধ্যেই বিএলও পক্ষ থেকে এই ১৭ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বাকি ৮ জনের নাম খুব দ্রুতই বাদ দেওয়া হবে। বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই মিথ্যা অভিযোগ করছে।