কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ভুয়া মেমো নাম্বার দিয়ে ১০০ দিনের প্রকল্পের কাজ। মেমো নাম্বারে রয়েছে মহকুমা শাসকের স্বাক্ষর। এই স্বাক্ষর তার কিনা তা সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট করেননি মহকুমা শাসক সুরেশ রানো। ঘটনাটি নজরে আসতে নড়েচড়ে বসল প্রশাসন। এফআইআর করলেন বিডিও।
ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এফআইআর ইংরেজবাজার এর বিডিওর। সম্প্রতি একশো দিনের প্রকল্প নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে জেলাশাসকের দপ্তরে। অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী ও একশো দিনের প্রকল্পের নোডাল অফিসার অভিষেক চক্রবর্তীকে ঘটনার তদন্তের নির্দেশ দেন মালদার জেলা শাসকের রাজর্ষি মিত্র।
সেই তদন্ত রিপোর্টে জেলাশাসক জানতে পারেন ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুয়ো মেমো নাম্বার দিয়ে একশো দিনের প্রকল্পের কাজ চলছে। যা পুরোপুরি বেআইনি। জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া একশো দিনের প্রকল্পের কোন কাজ করা যায় না’ বলে দাবি জেলাশাসকের।এরপরই ইংলিশ বাজারের বিডিওকে এফ আই আর করার নির্দেশ দেন মালদার জেলাশাসক। যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার এর বিডিও।
বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সম্পাদক অম্লান ভাদুড়ির অভিযোগ জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের মদতে ও বেশকিছু সরকারি কর্মচারীর সহযোগিতায় শাসকদলের শীর্ষ নেতাদের মদতে এত বড় দুর্নীতি করা হয়েছে।
এখন তৃণমূলের শীর্ষ নেতা এবং জেলার শীর্ষ আধিকারিকদের বাঁচাতে নামমাত্র এফআইআর করা হয়েছে। এফআইআর-এ কারুর নাম দেওয়া হয়নি।তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন কোন দুর্নীতিকে তৃণমূল প্রশ্রয় দেবে না । কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।