ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণা গ্রেফতার তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ৮,জুলাই :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে হাড়োয়া থানা এলাকার দুটি মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় দিয়ে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক ।

তারপর বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন যুগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ নিউ টাউন এলাকা থেকে ২৭ বছরের রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ১০,দিনের পুলিশ হেফাজত শেষ করার পর আজ আবারো নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেন তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায় পুলিশ জানিয়েছেন এই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে

এমনকি একাধিক নাম অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তার পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াতো

এই যুবক ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার দুই যুবতী তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক মূলত ওই গেছে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে দশ দিন আগে নিজেদের হেফাজতে পান হাড়োয়া থানার পুলিশ তারপর দশ দিন হেফাজত শেষ করার পর আজ আবারো নিজেদের হেফাজতে পেতে বসিরহাট আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =