নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বৃহস্পতিবার ১৭,আগস্ট :: এ বারে আর ডেবিট নয়, ভুয়ো ফোন সাড়া দিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০ হাজার টাকা ঋণের বোঝা চাপলো এক ব্যক্তির ঘাড়ে। বৃহস্পতিবার শ্রীরামপুরের এপি ঘোষ রোডের বাসিন্দা চন্দ্রনাথ ব্যানার্জি এ বিষয়ে চুঁচুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন।
ঘটনাপ্রসঙ্গে জানা যায়, বেশকিছুদিন আগে তিনি একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন। তবে ওই কার্ডটি তিনি অ্যাকটিভেশন করেননি। গতকাল বিকেল পাঁচটা নাগাদ তাঁর কাছে একটি মহিলা ফোন করে জানায় তিনি কার্ডটি বন্ধ করবেন কি না? সেই ফোনে সাড়া দিতেই একের পর এক ওটিপি আসতে থাকে।
মোট ছ’বারে ৩০,১৮২ টাকার কেনাকাটা করে ফেলে প্রতারক। ফোন ছাড়ার পর মেসেজ দেখে বিষয়টি বুঝতে পেরেই তিনি শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ জানান। ওই থানার কথাতেই এ দিন তিনি সাইবার সেলের দ্বারস্থ হলেন।