নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ :: মঙ্গলবার ১২,আগস্ট :: এলাকায় থাকে না কোনও মুসলিম। তবুও ভোটার তালিকায় ৩ সংখ্যালঘুর নাম। স্থানীয়দের দাবি ঘিরে তুমুল শোরগোল। এবার রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের ২৭১ নম্বর বুথে তিনটি সংখ্যালঘুর নাম।
SIR নিয়ে আলোচনার মাঝে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ৷ যেকোনও সময় পশ্চিমবঙ্গে চালু হতে পারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ! তার প্রস্তুতিও চলছে জোরকদমে । SIR বিতর্কের আবহেই রাজ্যে একের পর এক ভুয়ো ভোটারের হদিশ মিলতে শুরু করেছে ।
প্রসঙ্গত এগারা পঞ্চায়েতের নতুন এগারা এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন সংখ্যাগুরুদের বসবাস যেখানে ভোটার তালিকায় নাম উঠেছে তিনজন সংখ্যালঘুদের। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।