নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শনিবার ৮,মার্চ :: ভুয়ো ভোটার ধরতে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম বারোদুয়ারী পাড়া ও পাঠানপাড়া এবং হাজীপুরে আই এন টি টি ইউ সির পক্ষ থেকে
বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করতে দেখতে পাওয়া যায় নবগ্রাম ব্লকের আই এন টি টি ইউ সির ব্লক সভাপতি রাজু রহমান এবং অন্যান্য কর্মীদেরকে নিয়ে। যদিও আজকে এখানে ভুতুড়ে ভোটারের খোঁজ মেলেনি বলে জানা যায়।